১৩ বছর পর দেখা বাবা-মেয়ের!
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৭ মার্চ ২০২১, ১৯:৫৫
                                        ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারির সাবেক স্বামী রাজা চৌধারি আনন্দে বাকরুদ্ধ। কারণ, দীর্ঘ ১৩ বছর পর মেয়ে পলক তিওয়ারির সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে। রাজা জানিয়েছেন, পলক যখন শিশু, তখন তাঁর সঙ্গে দেখা হয়েছিল।
আর এখন তাঁর আদরের কন্যা ২০ বছরের তরুণী। নতুন ছবিতে বাবা-মেয়েকে হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে।সাম্প্রতিক সাক্ষাৎকারে রাজা বলেছেন, ‘দীর্ঘ ১৩ বছর পর ওর সঙ্গে দেখা হলো! যখন ওর সঙ্গে দেখা হয়েছিল, তখন ও শিশু এবং এখন সে বড় হয়েছে।’ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রাজা মেয়ের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন।রাজা বলেছেন, পলকের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদান হতো। প্রতিদিন মেয়েকে শুভ সকাল জানাতেন, কিন্তু কখনও সরাসরি সাক্ষাৎ হয়নি।মুম্বাইয়ের আন্ধেরির এক হোটেলে বাবা-মেয়ের সাক্ষাৎ হয়। প্রায় দেড় ঘণ্টা আলাপ হয় তাঁদের। অতীত প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি। শুধু বাবা-মেয়ের ভালোবাসাময় আলাপ হয়েছে।
১৯৯৮ সালে শ্বেতা তিওয়ারি ও রাজা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১২ সালে তাঁরা আলাদা হয়ে যান। তিন বছর প্রেমের পর ২০১৩ সালের ১৩ জুলাই অভিনব কোহলিকে বিয়ে করেন শ্বেতা। কিন্তু ২০১৯ সালে আলাদা হয়ে যান অভিনব-শ্বেতা দম্পতি।
এনএফ৭১/ফামি/২০২১

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।