শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

মেটা বন্ধ করছে মেসেঞ্জারের ডেস্কটপ অ্যাপ, ব্যবহারকারীদের নির্দেশনা প্রকাশ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৫:৫০

ছবি: সংগৃহীত

ফেসবুকের মূল সংস্থা মেটা ঘোষণা করেছে, ১৫ ডিসেম্বর থেকে ম্যাক ও উইন্ডোজের জন্য মেসেঞ্জারের ডেস্কটপ অ্যাপ বন্ধ করা হবে। এর পর ব্যবহারকারীরা আর স্ট্যান্ড-অ্যালোন ডেস্কটপ অ্যাপে লগইন করতে পারবে না।

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এই তথ্য নিশ্চিত করেছে। মেটা জানিয়েছে, পরিবর্তনটি শুধুমাত্র ডেস্কটপ অ্যাপ ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। মেসেঞ্জারের মোবাইল অ্যাপ ও ওয়েব সংস্করণ স্বাভাবিকভাবে চালু থাকবে। ডেস্কটপ ব্যবহারকারীরা পরবর্তীতে ফেসবুকের ওয়েব প্ল্যাটফর্ম বা Messenger.com থেকে চ্যাট করতে পারবেন।

মেটার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষণার পর থেকেই ডেস্কটপ অ্যাপে লগইন করা সম্ভব হবে না এবং ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে ওয়েব সংস্করণে পুনর্নির্দেশ করা হবে। হেল্প পেইজে বলা হয়েছে, ডিপ্রেকেশন প্রক্রিয়া শুরু হলে ইন-অ্যাপ একটি নোটিফিকেশন দেখানো হবে। এরপর ৬০ দিন পর্যন্ত ম্যাক অ্যাপে প্রবেশ করা গেলেও পরবর্তীতে এটি সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যাবে। মেটা পরামর্শ দিয়েছে, ব্যবহারকারীরা অ্যাপটি আনইনস্টল করে ওয়েব সংস্করণে অভ্যস্ত হয়ে উঠুন।

২০২৪ সালের সেপ্টেম্বরেই মেটা ডেস্কটপের জন্য নেটিভ মেসেঞ্জার অ্যাপের পাশাপাশি প্রগেসিভ ওয়েব অ্যাপ চালু করেছিল। এবার সম্পূর্ণ ডেস্কটপ সংস্করণ বন্ধের ঘোষণায় কিছু ব্যবহারকারীর মধ্যে অসন্তুষ্টি ও প্রতিবাদ দেখা দিয়েছে।

কোম্পানি জানিয়েছে, এই পরিবর্তনের মূল উদ্দেশ্য ব্যবহারকারীদের নিরাপত্তা ও অভিজ্ঞতা উন্নত করা। ওয়েব সংস্করণে যাওয়ার আগে ‘Secure Storage’ চালু করে পিন সেট করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে চ্যাট হিস্ট্রি সুরক্ষিত থাকে। এই প্রক্রিয়ার পর ফেসবুক ডটকমে লগইন করলে আগের সব বার্তা সব ডিভাইসে দেখা যাবে।

আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, ডেস্কটপ অ্যাপ বন্ধের সিদ্ধান্ত এসেছে রক্ষণাবেক্ষণ ব্যয়, নিরাপত্তা চ্যালেঞ্জ ও মাল্টিপ্ল্যাটফর্ম সমন্বয়ের জটিলতার কারণে। তবে মেটার মূল লক্ষ্য সম্ভবত মেসেঞ্জার ইকোসিস্টেম সরলীকরণ ও ওয়েবভিত্তিক অভিজ্ঞতা উন্নত করা। নিরাপত্তা বৃদ্ধি পেলেও ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য সাময়িক অসুবিধা তৈরি হতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top