বৃহঃস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

মধ্যরাতে সরগরম ফেসবুক, গণভোটকে ঘিরে ‘হ্যাঁ-না’ পোস্টের লড়াই

অনলাইন ডেস্ক: | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ০৯:০৮

ছবি: সংগৃহীত

মধ্যরাতে সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। গণভোটের পক্ষে ও বিপক্ষে শুরু হয়েছে নতুন প্রচারণা। নিউজফিডজুড়ে চলছে ‘হ্যাঁ’ ও ‘না’ পোস্টের প্রতিযোগিতা।

জানা গেছে, গণভোটের বিপক্ষে অবস্থান নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নতুন করে অনলাইন প্রচারণা শুরু করেছেন। অন্যদিকে জুলাইয়ের গণঅভ্যুত্থনের সূত্রে গঠিত প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণভোটের পক্ষে অবস্থান নিয়ে সক্রিয় হয়েছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নিজ প্রোফাইলে ‘না’ লিখে পোস্ট দিয়েছেন। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেখা গেছে ‘হ্যাঁ’ লেখা প্রচারণা পোস্ট।

এদিকে জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে। কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানান, আগামী জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোটের আয়োজনের সুপারিশ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর শেষে তিনি এসব কথা বলেন।

ড. আলী রীয়াজ বলেন, “সংবিধানসংক্রান্ত ৪৮টি নির্দিষ্ট বিষয়ে জনগণের মতামত জানতে গণভোটের আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী জাতীয় সংসদ তার প্রথম ৯ মাসের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদ গঠন করবে। যদি পরিষদ ২৭০ দিনের মধ্যে কাজ শেষ করতে না পারে, তবে জুলাই সনদের প্রস্তাবনাগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে।”

তিনি আরও জানান, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়—এমন বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারি অধ্যাদেশ জারিরও পরামর্শ দেওয়া হয়েছে।

জুলাই সনদে স্বাক্ষর না করা দলগুলোর সঙ্গেও আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন আলী রীয়াজ। তিনি বলেন, “এনসিপির সঙ্গেও আলোচনা হয়েছে এবং তা অব্যাহত আছে। আমরা আশাবাদী, এনসিপিও শেষ পর্যন্ত সনদে স্বাক্ষর করবে।”

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “গণঅভ্যুত্থান ছিল জনগণের ক্ষমতা প্রতিষ্ঠার সূচনা। জুলাই সনদকে ভিত্তিমূল হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করতেই গণভোট জরুরি।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top