বাবার মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আরাফাতের আবেগঘন পোস্ট
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ১৪:৫২
 
                                        সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আরাফাত রহমানের বাবা মারা গেছেন। বাবার মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন আরাফাত রহমান।
তার পোস্ট অনুযায়ী, গত ২৮ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৭টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
আরাফাত রহমান তার পোস্টে লিখেছেন—
“আমার বাবা ২৮শে অক্টোবর (মঙ্গলবার) সকাল ৭:৩০ মিনিটে মারা যান।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার বয়স ৮৪ বছর এবং তিনি দীর্ঘ, পরিপূর্ণ জীবনযাপন করেছিলেন। আমার সবচেয়ে বেশি কষ্ট হয় যে তার জীবনের শেষ ১৪ মাস ধরে, তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বাধ্য করা হয়েছিল এবং শেষ পর্যন্ত তার শেষ মুহূর্তগুলো একাই কাটিয়েছিলেন, তার পাশে কোনও পরিবার ছিল না। তার একমাত্র 'অপরাধ' ছিল যে তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন—এবং আমার বাবাও।”
আরাফাত রহমান আরও উল্লেখ করেন,
“ইউনুসের পুলিশ বারবার আমাদের শহরে আমার আত্মীয়দের হয়রানি করত, আমার অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করত এবং এমনকি আমার বাবার খোঁজ করত। তিনি এতটাই দুর্বল ছিলেন যে কেবল দাঁড়ানোর জন্য তার ওয়াকারের প্রয়োজন ছিল। তবুও, কোনও অপরাধ না করেও, তিনি কেবল তার নিজের বাড়িতে থাকতে পারতেন না—একজন মুক্তিযোদ্ধার কারণে।”
তিনি আবেগভরা কণ্ঠে লেখেন,
“তিনি মাঝে মাঝে আমাকে ফোন করতেন, নিজের সম্পর্কে কথা বলার জন্য নয়, বরং দেশের অবস্থা নিয়ে তার দুঃখ ভাগাভাগি করার জন্য। তিনি প্রায়ই বলতেন, ১৯৭১ সালে যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, এখন দেশ তাদের হাতেই চলে গেছে। জীবনের শেষ বছরগুলোতে একজন মুক্তিযোদ্ধা হওয়া সম্মানের তকমা থেকে বোঝায় পরিণত হয়েছিল—যে দেশকে তিনি স্বাধীন করতে সাহায্য করেছিলেন, সেই দেশেই।”
আরাফাত রহমানের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।