শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

রোনালদোর গোলে ম্যানইউ'র জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১, ০০:২৪

রোনালদোর গোলে ম্যানইউ'র জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড জয় পেয়েছে। শনিবার রাতে ১-০ গোলে নরউইচকে হারিয়েছে তারা। জয়সূচক একমাত্র গোলটি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

এই জয়ে ১৬ ম্যাচ থেকে ২৭ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে ম্যানইউ। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সাথে পয়েন্ট ব্যবধান ১১ তাদের। শনিবার রাতে ঘরের মাঠে ম্যানইউর দারুণ পরীক্ষা নেয় নরউইচ। পয়েন্ট টেবিলের তলানির দলটি একের পর এক আক্রমণ করে ম্যানইউর রক্ষণভাগে। দারুণ পরীক্ষা নেয় গোলরক্ষক ডেভিড ডি গিয়ার। তবে তারা জালের নাগাল পায়নি। বেশ কয়েকটি সুযোগ তৈরি করে প্রথমার্ধে ম্যানইউও পায়নি জালের নাগাল।

বিরতির পর ৭৩ মিনিটে গোলের দেখা পায় রালফ র‌্যাগনিকের শিষ্যরা। এ সময় স্কট ম্যাকটমিনে ক্রসে বল দেন বক্সের মধ্যে। ডি বক্সের সামনে সেটাতে লাফিয়ে হেড নেওয়ার চেষ্টা করেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার আগেই অবশ্য তাকে টেনে ফেলে দেন নরউইচের ম্যাক্স অ্যারোন্স। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে দেরি করেননি। রোনালদো পেনাল্টি থেকে ডান কোণা দিয়ে বল জালে জড়িয়ে এগিয়ে নেন দলকে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top