শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ইএফএল'র সেমিতে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ০১:৪১

ইএফএল'র সেমিতে আর্সেনাল

ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) কাপের কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে মাঠে নেমেছিল আর্সেনাল। ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল সান্ডারল্যান্ড। খেলায় ৫-১ গোলে সান্ডারল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে আর্সেনাল।

আর্সেনালের এডি এনকেটিয়া দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন। একটি করে গোল করেন নিকোলাস পেপে ও পাতিনো। সান্ডারল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন নাথান ব্রডহেড।

ম্যাচের ১৭ মিনিটে গোল করে আর্সেনালকে এগিয়ে দিয়েছিলেন এনকেটিয়া। ২৭ মিনিটে নিকোলাস পেপে গোল করে ব্যবধান দ্বিগুন করেন। ৩১ মিনিটে নাথান ব্রডহেড সান্ডারল্যান্ডের হয়ে একটি গোল পরিশোধ করেন। এর পর ম্যাচের বাকিটা সময় ছিল আর্সেনালের নিয়ন্ত্রণে।

ম্যাচের ৪৯ মিনিটে ও ৫৮ মিনিটে পরপর দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এনকেটিয়া। ৯১ মিনিটে আরো একটি গোল করে আর্সেনালের বড় জয় নিশ্চিত করেন পাতিনো।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top