• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


আর্জেন্টিনা বিদায়, ফাইনালে কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ জুলাই ২০২২, ০৪:০৭

আর্জেন্টিনা বিদায়, ফাইনালে কলম্বিয়া

কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেলো আর্জেন্টিনার মেয়েদের। কলম্বিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরে সেমিফাইনাল থেকেই ছিটকে পড়লো তারা।

প্রথম পর্বে গ্রুপ ‘বি’তে ব্রাজিলের পেছনে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। অন্যদিকে গ্রুপ ‘এ’তে সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চার নিশ্চিত করেছিল স্বাগতিক কলম্বিয়া।

বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান ৩৫তম স্থানে আর কলম্বিয়ার ২৮ নম্বরে। মাঠের খেলায়ও স্পষ্ট পার্থক্য ধরা পড়লো। এস্তাদিও আলফনসো লোপেজে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলেছে কলম্বিয়া।

তবে প্রথমার্ধে তাদের আটকে রাখে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে আর গোল বাঁচাতে পারেনি আর্জেন্টাইন মেয়েরা। ম্যাচের ৬৩ মিনিটে গোল করেন কলম্বিয়ার লিন্দা লিজেথ। ওই গোলেই শেষ হয়ে গেছে আর্জেন্টিনার স্বপ্ন।

গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া আর্জেন্টাইনরা ৭৩ মিনিটে দশজনের দলে পরিণত হয়। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির মিডফিল্ডার গ্যাব্রিয়েলা শ্যাভেজকে। তবে কলম্বিয়া আর ব্যবধান বাড়াতে পারেনি।

ফাইনালে কলম্বিয়ার প্রতিপক্ষ হবে ব্রাজিল অথবা প্যারাগুয়ে। ২৭ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টায় সেমিফাইনালে প্যারাগুয়ের মুখোমুখি হবে সাতবারের কোপা আমেরিকা ফেমেনিনা চ্যাম্পিয়ন ব্রাজিল।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top