ইন্দোনেশিয়ার ট্র্যাজেডি ছুঁয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২২, ০৫:০২
                                        ১ অক্টোবর, শনিবার রাতটা হয়তো ভুলে যেতেই চাইবেন সবাই। কারণ ইন্দোনেশিয়ায় একটি লিগ ম্যাচকে কেন্দ্র করে ঘটে গেছে স্মরণকালের অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি ঘটনা। ফুটবল মাঠের এমন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো।
নিজেদের অফিশিয়াল টুইটারে রোববার শোকবার্তা প্রকাশ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। পরে একে একে শোকবার্তা প্রকাশ করতে শুরু করে ক্লাবগুলো। ইতোমধ্যে দুর্ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে মানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও লিভারপুল।
ম্যানচেস্টার ইউনাইটেড তাদের অফিশিয়াল টুইটারে লিখেছে, ‘ইন্দোনেশিয়ার মালাং ট্র্যাজেডিতে ম্যানচেস্টার ইউনাইটেড গভীরভাবে শোকাহত। হতাহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
গত আসরের লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি লিখেছে, ‘ইন্দোনেশিয়ার কাঞ্জুরুহান স্টেডিয়ামের ঘটনায় ম্যানচেস্টার সিটি গভীরভাবে শোকাহত। আমরা হতাহতদের পাশে আছি। ’
ইয়ুর্গেন ক্লপের লিভারপুল লিখেছে, ‘ইন্দোনেশিয়ার কাঞ্জুরুহান স্টেডিয়ামের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। হতাহতদের প্রতি লিভারপুল ক্লাব সমবেদনা প্রকাশ করছে।’
শনিবার রাতে জাভানিজ ডার্বির ম্যাচকে কেন্দ্র করে মূলত ঘটনার সূত্রপাত। দারুণ উত্তেজনা ছড়ানো আরেমা আর পার্সেবায়ার ম্যাচটি 
শেষ হয় ৩-২ গোলে। তবে ফলাফল মনঃপুত না হওয়ায় মাঠে নেমে আসেন আরেমা সমর্থকরা, ফলে বাধে সংঘর্ষ।
সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে এসময় পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করলে সৃষ্টি হয় ব্যাপক বিশৃঙ্খলার। এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে এবং শ্বাসকষ্টে মৃত্যু হয় অনেকের। সর্বশেষ খবর অনুযায়ী ঘটনায় নিহতের সংখ্যা ১৭৮ জন। এছাড়া হতাহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ।
এনএফঅ৭১/আরআর/২০২২

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।