শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

'কেউ আইনের ঊর্ধ্বে নয়' - আইনমন্ত্রী আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২১, ০৫:০৪

'কেউ আইনের ঊর্ধ্বে নয়' - আইনমন্ত্রী আনিসুল হক

'এস কে সিনহার বিরুদ্ধে দেয়া আদালতের দেওয়া রায়ে প্রমাণিত হয়েছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়'- বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘অন্যায় করলে তার বিচার হবেই, সে যেই হোক। এ রায়ের মাধ্যমে এটাই প্রমাণিত হচ্ছে কেউ আইনের ঊর্ধ্বে নয়। এটা খুব প্রয়োজন ছিলে। বাট আই অ্যাম নট হ্যাপি। কারণ তিনি বিচার বিভাগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। উনি প্রধান বিচারপতি ছিলেন, আমি একজন আইজীবী। আমি বিচার বিভাগের সঙ্গে সারাজীবন সম্পৃক্ত, আমার জন্য এটা সুখকর হতে পারে না।’

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এসকে সিনহার ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে মানি লন্ডারিংয়ে সাত আর অর্থ আত্মসাতের মামলায় চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এস কে সিনহা ছাড়া বাকি তিনজন হলেন সাফিউদ্দিন আসকারী, রণজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায়। এছাড়া মামলার আট আসামিকে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। অপরাধ প্রমাণিত না হওয়ায় দুই জনকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তারা পলাতক থাকায় আদালত এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top