• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


যুক্তরাষ্ট্রে সিনহার বাড়ির সন্ধান, মামলা করবে দুদক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২২, ২২:৪৫

যুক্তরাষ্ট্রে সিনহার বাড়ির সন্ধান, মামলা করবে দুদক

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে দুই লাখ ৮০ হাজার ডলার দিয়ে একটি তিনতলা বাড়ি কিনেছেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা। নিজের ছোট ভাই অনন্ত কুমারের নাম ব্যবহার করে প্যাটারসনের জাপার স্ট্রিটে ১৭৯ হোল্ডিংয়ের বাড়িটি কেনেন তিনি।

এস কে সিনহার বাড়ি কেনার রেকর্ডপত্র এরই মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে এসেছে। রবিবার (২৭ মার্চ) দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে।

দুদকের তথ্য মতে, ২০১৮ সালের ১২ জুন এস কে সিনহা সম্পূর্ণ ক্যাশ ডেলিভারিতে বাড়িটি কেনেন। বাড়িটি কেনার অর্থ বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার করার প্রমাণ মিলেছে। এ ঘটনায় সিনহা ও তাঁর ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে মামলার সুপারিশ করে কমিশনে প্রতিবেদন দিয়েছেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। কমিশনের অনুমোদন পেলেই মামলাটি দায়ের করা হবে।

যুক্তরাষ্ট্রে এস কে সিনহার অর্থপাচারসংক্রান্ত তথ্য সংগ্রহ করতে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) চিঠি দিয়েছিলেন গুলশান আনোয়ার প্রধান। পরে বিএফআইইউ যুক্তরাষ্ট্র থেকে অর্থপাচার ও বাড়ি ক্রয়সংক্রান্ত তথ্য সংগ্রহ করে দুদকে পাঠায়। কানাডা, দুবাই, সিঙ্গাপুর থেকেও তথ্য চাওয়া হয়েছিল।

তথ্যে দেখা যায়, এস কে সিনহা বাংলাদেশে প্রধান বিচারপতি থাকাকালে বিভিন্নভাবে অবৈধ টাকা অর্জন করে তা হুন্ডির মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাচার করেন।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top