• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


‘পোশাক শ্রমিকদের এখনই আসার দরকার নেই, চাকরি যাবে না’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ জুলাই ২০২১, ২১:২৮

‘পোশাক শ্রমিকদের এখনই আসার দরকার নেই, চাকরি যাবে না’

মহামারির মধ্যে করোনার ঝুঁকি নিয়ে পোশাক শ্রমিকদের এখনই আসার কোনো প্রয়োজন নেই। তারা আস্তে আস্তে, ধাপে ধাপে ৫ তারিখের পর আসবেন। কেউ চাকরি হারাবেন না, এমনটাই বলেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

কাজে যোগ দিতে করোনার ঝুঁকি নিয়ে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে পোশাক শ্রমিকদের ঢাকার উদ্দেশে যাত্রার বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে শনিবার (৩১ জুলাই) এসব কথা বলেন তিনি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, 'বিষয়টি গতকালই বিজিএমইএ'র পক্ষ থেকে পরিষ্কার করা হয়েছে। যারা ঢাকায় অবস্থান করছেন, বিশেষ করে যারা ঈদে বাড়ি যাননি এবং যারা ২২ জুলাইয়ের মধ্যে ফিরে এসেছেন তাদেরকে নিয়েই তারা (মালিকরা) কারখানা পরিচালনা করবেন। বাইরে থেকে তারা কোনো কর্মীকে নিয়ে আসবেন না। যারা এই পাঁচ দিন কাজ করবেন না, যারা বাইরে আছেন- তাদের চাকরিতে কোনো সমস্যা হবে না। তারা ৫ তারিখের পর ধাপে ধাপে আসবেন।'

প্রতিমন্ত্রী বলেন, 'তাদের (বিজিএমইএ নেতা) সঙ্গে যখন কারখানা খোলা নিয়ে আমাদের আলোচনা হয়, তখনও বলা হয়েছিল- যারা শুধু ঢাকায় বা কারখানার আশপাশে অবস্থান করছেন, তারাই যোগ দেবেন। সেটার ভিত্তিতেই এই সিদ্ধান্ত (কারখানা খোলা) নেওয়া হয়েছে।'

তিনি বলেন, 'কেউ হয়তো মনে করছেন ৫ দিন মিস করব, চলে যাই। অনেকে হয়তো আতঙ্কিত হয়ে ফিরছেন, চাকরি থাকবে কি-না! আমরা সবাইকে বলছি- কারো আতঙ্কিত হওয়ার কারণ নেই। বিজিএমইএ সভাপতি প্রতিশ্রুতি দিয়েছেন। তারা দেখবেন, সরকারও বিষয়টি দেখবে।'

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top