• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ সুদানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২২, ২২:২৫

সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ সুদানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করতে সোমবার (৭ ফেব্রুয়ারি) ৬ দিনের সফরে ঢাকায় এসেছেন দক্ষিণ সুদানের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা উপমন্ত্রী দেং দাউ দেং মালেক ও তার নেতৃত্বে ৭ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।

ঢাকায় সেনাসদরে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সাক্ষাৎ করেন তারা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।

পরে সেনা সদরে হেলমেট কনফারেন্স রুমে প্রিন্সিপাল স্টাফ অফিসারদের উপস্থিতিতে বক্তব্য দেন সেনাপ্রধান। এ সময় দক্ষিণ সুদানের প্রতিনিধি দলকে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ব্রিফিং দেওয়া হয়। দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন তারা।

দক্ষিণ সুদানের প্রতিনিধিদলটি বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন এবং তাদের দেশে বাংলাদেশ কন্টিনজেন্টগুলোর স্বতঃস্ফূর্ত কার্যক্রম ও বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে বিশেষ অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top