শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ঢাকা ফেরার পালা শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ মে ২০২২, ১১:১৮

ঢাকা ফেরার পালা শুরু

ঈদে নাড়ির টানে বাড়ি গেছে সবাই। তবে কর্মের প্রয়োজনে ফেরাও শুরু হয়েছে। বুধবার (৪ মে) গাবতলী বাস টার্মিনালে দেখা গেছে ঢাকা ফেরার চিত্র।

দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা গাড়িতে দেখা গেছে, সব গাড়িতেই ভালো যাত্রী আছে। ৫/৭টা সিট খালি আসছে।

এসপি গোল্ডেন পরিবহনের টিকিট কাউন্টারের স্টাফ জামাল উদ্দিন বলেন, আজ থেকে ঢাকায় ফেরা শুরু হয়েছে। বেশিরভাগ গাড়ির বাম্পার (একেবারে পেছনে) খালি আসছে। আর সব সিটই পূর্ণ করে আসছে।

তবে ঈগল পরিবহনের সেলসম্যান মো. রুবেল জানিয়েছেন, ফেরার পথে যাত্রী কম। এজন্য ঢাকায় কম আসছে গাড়ি। ঢাকা থেকে যাওয়া গাড়িও কম হচ্ছে, এ কারণেই।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top