• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


র‌্যাবের অভিযানে ৪ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ জুন ২০২২, ০৪:২৮

র‌্যাবের অভিযানে ৪ ছিনতাইকারী আটক

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় পৃথক দু’টি অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটকরা হলেন— মো. ওমর ফারুক, মো. ইমন, মো. জামাল ও মো. রাব্বি।

বৃহস্পতিবার (২ জুন) র‌্যাব-১০ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, বুধবার (১ জুন) দুপুর ১ টা ১০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত র‌্যাব-১০ এর একটি দল কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে চারজন ছিনতাইকারীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত তিনটি সুইচ গিয়ার চাকু, একটি স্টিলের তৈরি চাকু, মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বেশ কিছুদিন ধরে তারা দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ছিনতাই মামলা করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top