• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


৭৪ যাত্রী নিয়ে বিমানের জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ জুন ২০২২, ০৫:১২

৭৪ যাত্রী নিয়ে বিমানের জরুরি অবতরণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটিতে ৭৪ জন যাত্রী ছিলেন।

শুক্রবার (১৭ জুন) দুপুর আড়াইটার দিকে ঢাকায় ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। বিমানবন্দর সূত্রে এ খবর জানা গেছে।

বরিশাল থেকে ড্যাশ৮ কিউ-৪০০ মডেলের বিমানটি ঢাকায় আসার সময় এতে কারিগরি ত্রুটি দেখা দেয়। ফলে যাত্রী বহন করা বিমানটিকে জরুরি অবতরণ করাতে চান বিমানের পাইলট। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।

জানা যায়, প্লেনটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটি থাকায় ফ্লাইটটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। জরুরি অবতরণের পরই হার্ড ব্রেক করেন তিনি। এতে বিমানটি কিছুটা পিছলে পড়ে। কিছুক্ষণ থেমে ধীরে ধীরে এটিকে পার্কিংয়ে নেওয়া হয়। এরপর নিরাপদে সব যাত্রীদের নামানো হয়।

এদিকে এ পরিস্থিতে আগে থেকেই বিমানবন্দরে প্রস্তুত ছিল ফায়ার সার্ভিসের ইউনিট ও কয়েকটি অ্যাম্বুলেন্স। যেকোনো সমস্যা মোকাবিলায় এই ব্যবস্থা নেওয়া হয়। তবে নিরাপদে ফ্লাইটটি অবতরণ করায় কোনো ধরনের ক্ষতি হয়নি।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top