• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বিরোধীদলের ভাষা রাজনীতির না

ক্ষমতায় জোর করে আসতে চাইলে প্রতিহত করুন: পরিকল্পনামন্ত্রী

রায়হান রাজীব | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩০

পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান

আগামী দিনেও আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ করে দিতে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান।

তিনি বলেন, এ দেশে একটি দল আছে, যাদের ভাষা রাজনৈতিক ভাষা নয়। তারা ধমক দিয়ে কথা বলে। যা স্বাধীন দেশের কোনও ভাষা নয়। এমন কেউ ক্ষমতায় জোর করে আসতে চাইলে প্রতিহত করুন। যদি আমরা সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে না পারি, তাহলে সরকার দেশের যে উন্নয়ন করেছে তা ঠিক থাকবে না।

বুধবার (৭ সেপ্টেম্বর) কুমিল্লার দাউদকান্দির হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, বীজ প্রযুক্তি ও বৃক্ষমেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের অর্থনীতির মেরুদণ্ড হলো কৃষি। কৃষির উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। শেখ হাসিনা গ্রাম বান্ধব মানুষ। তিনি দরিদ্র-মজুর, কৃষক মানুষকে সম্মান করেন। আমরা যখন শত শত প্রকল্পের কাগজ তৈরি করে নিয়ে যাই, তিনি তখন গ্রামের প্রকল্পের কাজটি আগে দেখেন।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবিলার পর বিশ্বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের যে প্রভাব পড়েছে তাও সফলতার সঙ্গে মোকাবিলা করেছেন। গ্রামের মানুয়ের উন্নয়নের জন্য বিভিন্নমুখী পরিকল্পনা গ্রহণ করেছেন। আমাদের প্রত্যেককে খাদ্য উৎপাদনে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। দেশের প্রতিটি জমি চাষ উপযোগী করে তুলতে হবে এবং এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না।

পরিকল্পনামন্ত্রী বিএনপির উদ্দেশ্যে বলেন, নির্বাচনে আসেন, আলোচনা হোক, আইন-সংবিধান আছে, আমাদের নির্বাচন কমিশন আছে, কমিশন রেফারির দায়িত্ব পালন করবে। রেফারি মানবো না বলে খেলা হবে না, তা হতে পারে না।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top