• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বান্দরবানে অপহরণের পর তিন গরু ব্যবসায়ীকে হত্যা, ১০ জনের মৃত্যুদণ্ড

রায়হান রাজীব | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২, ০৪:২৫

বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত

বান্দরবানের থানচি উপজেলায় অপহরণের পর তিন গরু ব্যবসায়ীকে হত্যার দায়ে ১০ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে এলাহী ভূইয়া এ রায় ঘোষণা করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক।

দণ্ডপ্রাপ্তরা হলেন—যোহন ত্রিপুরা (২০), জনব্যাক ওর‌ফে ক্যহিন ত্রিপুরা (২২), জসিন ত্রিপুরা (২৫), জয় বাহাদুর ওর‌ফে জীবন ত্রিপুরা (২৪), জর্জ ত্রিপুরা (২৮), শানি ত্রিপুরা (২০), আকাশ ওর‌ফে সালাউ ত্রিপুরা (২২), সেনেন্দ্র ত্রিপুরা (২৭), যোসেফ ত্রিপুরা (২৫) ও শিগরাম ত্রিপুরা (৩৭)।

বাদীপক্ষের আইনজীবী ইকবাল করীম জানান, তিন গরু ব্যবসায়ীকে হত্যার দায়ে অভিযুক্ত ১০ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া বিভিন্ন ধারায় তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালে থানচি-আলীকদম সড়কে ডেকে নিয়ে তিন গরু ব্যবসায়ীকে হত্যা করা হয়। নিহতরা হলেন- আবু বক্কর, নূরুল আবছার ও সাহাব উদ্দিন। পরে ২০১৬ সালের ১৭ এপ্রিল আবু বক্করের বড় ভাই আবুল হাশেম বাদী হয়ে থানচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

 

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top