• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


জ্বালানি চাহিদা মেটাতে সৌদির সহযোগিতা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২, ০৯:২৩

জ্বালানি চাহিদা মেটাতে সৌদির সহযোগিতা চায় বাংলাদেশ

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতো জ্বালানি সংকটে রয়েছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে জ্বালানি চাহিদা মেটাতে সৌদি আরবের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

বুধবার (২৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাক্ষাতে আসেন। এ সময় মন্ত্রী এ সহযোগিতা চান।

ড. মোমেন এলএনজি খাতে সম্ভাব্য সৌদি বিনিয়োগের দিকে নজর দিতে রাষ্ট্রদূতকে আহ্বান জানান। জবাবে রাষ্ট্রদূত সৌদি স্টেকহোল্ডারদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী-রাষ্ট্রদূতের আলোচনায় পারস্পরিক স্বার্থের বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় স্থান পায়। বৈঠকে সৌদি থেকে বাংলাদেশে বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদ্যমান এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা হয়।

সৌদি রাষ্ট্রদূত রিয়াদে ৩০-৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য আসন্ন যৌথ অর্থনৈতিক কমিশন সম্পর্কে মোমেনকে অবহিত করেন। তিনি আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সৌদির উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর আসন্ন ঢাকা সফরের অগ্রগতি সম্পর্কেও মন্ত্রীকে অবহিত করেন। পররাষ্ট্রমন্ত্রী এ সফরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

সৌদি রাষ্ট্রদূত বহুপাক্ষিক ফোরামে দেশটির প্রতি বাংলাদেশের সমর্থনসহ দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রীর ক্রমাগত সহযোগিতা ও দিক নির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসেবে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের সাম্প্রতিক নিয়োগকে স্বাগত জানান।

মোমেন বলেন, আমাদের জনগণ সৌদির প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top