• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


মানবতাবিরোধী অপরাধে ৪ জনের মৃত্যুদণ্ড

রাজিউর রেহমান | প্রকাশিত: ২৫ জুন ২০২৩, ২১:৫৪

ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের দায়ে যশোরের আমজাদ হোসেন মোল্লাসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (২৫ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন ওহাব মোল্লা, মাহতাব বিশ্বাস ও ফসিয়ার রহমান মোল্লা। রায় ঘোষণার সময় আমজাদ হোসেন মোল্লা কাঠগড়ায় বসা ছিলেন। এই মামলায় পলাতক চারজনের মধ্যে নওশের বিশ্বাস মারা গেছে।

এর আগে চূড়ান্ত শুনানি শেষে ১১ মে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। তারই ধারাবাহিকতায় এ রায় ঘোষণা করা হলো। চারজনের মধ্যে আমজাদ হোসেন মোল্লা কারাগারে আছেন। এখনও পলাতক রয়েছেন অন্য তিনজন। মোট পাঁচ আসামির মধ্যে নওশের নামের একজন মারা গেছেন।

মামলা সূত্র বলছে, তুলে নিয়ে নির্যাতন ও আটকসহ মানবতাবিরোধী নানা অপরাধের চারটি অভিযোগ এনে তাদের নামে মামলা করা হয়। ২০১৬ সালের ৪ এপ্রিল এ মামলার তদন্ত শুরু হয়। ২০১৮ সালের ১৬ এপ্রিল শেষ হয় তদন্ত। মামলায় তদন্ত কর্মকর্তাসহ আট সাক্ষী জবানবন্দি দিয়েছেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top