• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ঘুড়ি উৎসবে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২১, ১৭:০২

ঘুড়ি উৎসবে মার্কিন রাষ্ট্রদূত ও তার ছেলে ছেলে এন্ড্রি

ঢাকার বকশি বাজারে একটি বহুতল ভবনের ছাদে ঢাকাবাসী সংগঠন ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের আয়োজিত ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) এ ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। ঘুড়ি উড়ানোর পাশাপাশি দেশীয় গানের সাথে শিশুদের নাচ, বীণ বাজানো ও লোকজ সংস্কৃতির বিভিন্ন অনুসঙ্গ উপস্থাপন করা হয়।

ঘুড়ি উৎসবে যোগ দিয়ে বাঙালি সংস্কৃতির ভূয়সী প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। তিনি বলেন, গত বছরের অনুষ্ঠানে যোগ দিয়ে আমি খুব মজা পেয়েছিলাম। এ কারণে আমি অপেক্ষা করছিলাম এবছরের অনুষ্ঠানের। আজ এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবার্ট মিলারের ছেলে এন্ড্রি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাবাসী ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সভাপতি মো. শুকুর সালেক। সন্ধ্যার দিকে লাইটিং প্রদর্শনী, ফানুস উড়ানো ও কাওয়ালী গানের আসর বসে ছাদে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top