• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ভোট চুরির অপরাধে খালেদা জিয়া বিদায় নিয়েছিল: প্রধানমন্ত্রী

রায়হান রাজীব | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৩, ১৮:২২

ছবি: সংগৃহীত

হত্যাকারীরা কখনও গণতন্ত্রের জন্য কাজ করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিএনপি-জামায়াতের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এরা গণতন্ত্রের কথা বলে কোন মুখে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগ আয়োজিত ‌জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, যারা রেললাইনে নাশকতা করে এরা পরাজিত শক্তির দোষর। এরা খুনি, হত্যাকারী, এদের না বলুন। ভোট চুরির অপরাধে খালেদা জিয়া বিদায় নিয়েছিল। একবার নয়, দুই-দুই বার। এ কথাটা বিএনপির নেতাকর্মীদের মনে রাখা উচিত।

তিনি বলেন, ২০০১ সালে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল খালেদা জিয়া। কিন্তু সেই গ্যাস দিতে পারেনি। কূপ খনন করে দেখে গ্যাস নাই। এরপর শুরু করে হত্যাকাণ্ড।

বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ কর্মসূচিতে জ্বালাও-পোড়াও ও প্রাণহানির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, যারা মানুষ মারার রাজনীতি করে তারা দেশের মানুষকে কখনো গণতন্ত্র দিতে পারে না। যারা বাসে-রেললাইন আগুন দেয়, তারা একাত্তরের পরাজিত শক্তির দোসর। বিএনপি মানুষ মারার রাজনীতি করে বলেই তারা জনগণ থেকে বিছিন্ন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি মাত্র তিন বছর সাত মাস সময় পান, এরই মধ্যে দেশটাকে স্বল্পোন্নত দেশ হিসেবে গড়ে তোলেন। স্বল্পোন্নত দেশের স্বীকৃতি জাতিসংঘ কর্তৃক আদায় করেন। এতো অল্প সময়ের মধ্যে বাংলাদেশের উন্নতিটা স্বাধীনতা বিরোধীরা মেনে নিতে পারেনি। ফলে চক্রান্ত করে ১৫ আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top