শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

দেশে এক দিনে করোনায় শনাক্ত ৩৬৯ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২১, ২২:২৫

ফাইল ছবি

টানা দ্বিতীয় দিনের মতো সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩শ'র ঘরে রয়েছে। অর্থাৎ এদিন শনাক্ত হয়েছে ৩৬৯ জন। এ সময়ে মৃত্যু হয়েছে আরও ১৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর এর তথ্যমতে, রোববার (৩১ জানুয়ারি) সকাল পর্যন্ত ১২ হাজার ২২৫ নমুনা পরীক্ষা করে দেশে ৩৬৯ শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ শতাংশ।

আর দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫ লাখ ৩৫ হাজার ১৩৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৪৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৯ হাজার ৭৪৪ জন হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গতবছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top