বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

তথ্য গরমিল ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, ছুটিতে সায়মা ওয়াজেদ পুতুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ জুলাই ২০২৫, ১৭:৫৬

ছবি: সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুত্বপূর্ণ পদে থাকা সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে গতকাল, শুক্রবার থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস আধানম গেব্রেইসুস এক অভ্যন্তরীণ ইমেইলে বিষয়টি নিশ্চিত করে জানান—

পুতুল ছুটিতে যাওয়ায় তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন ডব্লিউএইচও’র সহকারী মহাপরিচালক ড. ক্যাথারিনা বোহম। তিনি ১৫ জুলাই নয়াদিল্লি অফিসে যোগ দেবেন।

এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়, যখন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুটি মামলা দায়ের করেছে।

অভিযোগে বলা হয়—তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার সময় নিজের একাডেমিক যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন।

দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি ‘সম্মানী পদ’কে চাকরির অভিজ্ঞতা হিসেবে দেখিয়েছেন, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্টভাবে অস্বীকার করেছে।

শুধু তাই নয়—তাঁর নেতৃত্বাধীন সুচনা ফাউন্ডেশনের জন্য ২.৮ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে।

দুর্নীতির মামলার পর থেকে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার ভেতরে স্বাভাবিকভাবে ভ্রমণ করতে পারছেন না, এমন তথ্যও উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুল ২০২৪ সালের জানুয়ারিতে বিতর্কিত প্রক্রিয়ায় ডঐঙ-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হন—যেখানে প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে। এখন প্রশ্ন হলো—এই ছুটি কি শুধুই তদন্ত চলার সময়ের ব্যবস্থা, নাকি শুরু হলো আরও বড় পদক্ষেপের? সময় বলবে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top