সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

৭ শীর্ষ রাজনৈতিক নেতা ও সাবেক মন্ত্রী গ্রেপ্তার দেখানো—হত্যাচেষ্টা মামলায় বড় মোড়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ১৬:২৮

ছবি: সংগৃহীত

২১ জুলাই, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুর ও মুগদা থানায় দায়ের হওয়া পৃথক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে দেশের শীর্ষ রাজনৈতিক ও সাবেক সরকারি দায়িত্বশীল ৭ জন ব্যক্তিকে।

তালিকায় আছেন—সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর সাবেক বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের ইনু, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক এমপি সাদেক খান এবং ব্যারিস্টার সায়েদুল হক সুমন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক আজ শুনানি শেষে এদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

গত বছরের ১৯ জুলাই, রাজধানীর মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শাহরিয়ার হোসেন রোকন নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের হয় হত্যাচেষ্টা মামলা। এই মামলাতেই গ্রেপ্তার দেখানো হয়েছে—আনিসুল, সালমান, ইনু, মেনন, আতিকুল ও সাদেক খানকে।

এর ঠিক আগের দিন, ১৮ জুলাই, আইনজীবী আব্দুল বাছেত শামীম আদালত থেকে ফেরার পথে মুগদায় রাবার বুলেটের আঘাতে গুরুতর আহত হন। পরে ১ সেপ্টেম্বর, তিনি মামলা করেন—যেখানে আসামির তালিকায় নাম রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫১ জনের।

এই মামলায় ২৫ নম্বর আসামি হিসেবে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের আদেশে, মামলার তদন্তে থাকা পুলিশ কর্মকর্তারা অভিযুক্তদের আজ আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে, আদালত তা মঞ্জুর করেন। এই ঘটনা নতুন মোড় নিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সংশ্লিষ্ট সহিংসতার মামলাগুলোর তদন্তে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top