অসুস্থ জামায়াত আমিরকে দেখতে গেলেন সরকারের উপদেষ্টা ও বিএনপি মহাসচিব
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ১৬:৫৯

২১ জুলাই, ঢাকা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ আলোচনার কেন্দ্রে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। গত শনিবার, ১৯ জুলাই, জাতীয় সমাবেশে বক্তৃতার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে রাত ৯টার দিকে তিনি বাসায় ফেরেন।
ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভাকাঙ্ক্ষীরা তার জন্য দোয়া করতে থাকেন। খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং বিদেশ থেকেও অনেক রাজনৈতিক নেতা।
এরই মধ্যে রোববার, ২০ জুলাই, জামায়াত আমিরের ঢাকার বাসায় যান অন্তর্বর্তী সরকারের ধর্ম-বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সেখানে তিনি জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন, শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।
এসময় তার সঙ্গে ছিলেন—জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট মহানগরী আমির ফখরুল ইসলাম এবং মেডিকেল থানা আমির ডা. খালিদুজ্জামান।
এছাড়া জামায়াত আমিরের অসুস্থতার খবরে তৎপর হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-ও। তিনি তার প্রেস সচিব শফিকুল আলম-কে হাসপাতালে পাঠান। জামায়াত আমির এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন এই সহানুভূতির জন্য।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।