মাইলস্টোন ট্র্যাজেডি: দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দিচ্ছে সরকার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫, ১৮:১৭

ঢাকা—শুধু একটি শহর নয়, এক শোকবহ অধ্যায়। গত সোমবার, উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান। মুহূর্তেই মৃত্যু হানা দেয় নিরীহ শিক্ষার্থীদের মাঝে। এখন পর্যন্ত নিহত ৩৩ জন। আহত বহু। তাদেরই মধ্যে দুইজন ছিলেন শিক্ষক—মাহরিন চৌধুরী ও মাসুকা বেগম।
তাদের একজন আগুনের মধ্যে নিজে পুড়েও শিক্ষার্থীদের রক্ষা করার চেষ্টা করেছেন। তারা শিক্ষক ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তাঁরা হয়ে উঠেছেন রক্ষক। তারা শুধু দায়িত্ব পালন করেননি, আত্মত্যাগ করেছেন। আজ সেই দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়, নিহত দুই শিক্ষক মাহরিন চৌধুরী ও মাসুকা বেগমের আত্মত্যাগ জাতির কাছে অনন্য উদাহরণ হয়ে থাকবে। তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়েছে বৈঠকে, এক মিনিট নীরবতা পালনও করা হয়।
প্রেস উইং জানায়—রাষ্ট্রীয় সম্মাননার বিস্তারিত খুব শিগগিরই ঘোষণা করা হবে। পাশাপাশি, নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে সরকারের পক্ষ থেকে।
শুধু তাই নয়—আগামীকাল শুক্রবার, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবে।
তাদের এই আত্মত্যাগ নিছক কোনো মর্মান্তিক ঘটনা নয়—এটি একটি রাষ্ট্রীয় শোক। এটি আমাদের সামনে নিয়ে আসে প্রশ্ন—একজন শিক্ষক কত দূর যেতে পারেন তার ছাত্রদের জন্য? মাহরিন চৌধুরী ও মাসুকা বেগম আমাদের ছেড়ে গেছেন। কিন্তু তাঁরা রেখে গেছেন এক অনন্ত শিক্ষা—যেখানে দায়িত্ব মানে শুধু পেশা নয়, দায়িত্ব মানে প্রাণ দিয়ে ভালোবাসা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।