১৯৭৪ চুক্তি ও মোশাররফের দুঃখ প্রকাশে অটল পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৫, ১৮:২৭

বাংলাদেশ ও পাকিস্তান নিজেদের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত ঐতিহাসিক বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে একমত হয়েছে। রবিবার ঢাকায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন—একাত্তরের গণহত্যার দায় স্বীকার, পাওনা সম্পদ ফেরত এবং আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের প্রত্যাবাসনের মতো ইস্যু বাংলাদেশ জোরালোভাবে উত্থাপন করেছে। তবে পাকিস্তান আবারও তাদের পুরোনো অবস্থান—১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তি এবং ২০০২ সালে মোশাররফের দুঃখ প্রকাশ—পুনর্ব্যক্ত করেছে।
তৌহিদ হোসেন স্পষ্ট করেছেন—বাংলাদেশ এ অবস্থানের সঙ্গে একমত নয়। তিনি বলেন, আমাদের প্রত্যাশা হচ্ছে ক্ষমা প্রার্থনা, আর্থিক হিসাব-নিকাশ মেটানো এবং আটকেপড়া মানুষ ফেরত নেওয়া
অন্যদিকে, ইসহাক দার বলেন, বাংলাদেশ-পাকিস্তানের অমীমাংসিত ইস্যু আসলে দুইবারই সমাধান হয়ে গেছে। আমাদের সামনে এগোতে হবে।
বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক সই হয়—যার মধ্যে রয়েছে কূটনৈতিক পাসপোর্টে ভিসা ছাড়, বাণিজ্য সহযোগিতা, সংস্কৃতি বিনিময়, ফরেন সার্ভিস একাডেমির সমঝোতা এবং দুই রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠানের সহযোগিতা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।