সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

কোরআনের কসম, আমি পালাব না— গ্রেপ্তারের পর আফ্রিদি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৫, ১১:৩১

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার হলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি।

রবিবার রাতে বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিআইডি। পরে তাকে ঢাকায় এনে আজ আদালতে তোলা হবে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।

গ্রেপ্তারের পর পুলিশকে আফ্রিদি বলেন— আমি পালাব না। কোরআনের কসম। আমি ওমরাহ করে এসেছি। আমি কেমন ছেলে, সবাই জানে। শুধু ভয় পাচ্ছিলাম, কারণ আমার স্ত্রী ছয় মাসের প্রেগনেন্ট।

বরিশালে দাদার বাড়ি থেকে গ্রেপ্তার হওয়ার সময় তিনি জানান— এটা ভাড়া বাসা নয়, আমি দাদার কবর জিয়ারত করতে এসেছি।

এই মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই নম্বরে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তিন নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। তৌহিদ আফ্রিদি রয়েছেন ১১ নম্বরে, আর তার বাবা, মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, ২২ নম্বর আসামি।

১৭ আগস্ট নাসির উদ্দিনকে গুলশান থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওইদিনই তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য সরকারকে ২৬ ঘণ্টার আল্টিমেটাম দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স (জেআরএ)।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top