সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

বাংলাদেশ সফরকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বললেন ইসহাক দার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৫, ১৭:২৬

ছবি: সংগৃহীত

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তার ৩৬ ঘণ্টার বাংলাদেশ সফরকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে অভিহিত করেছেন।

রোববার তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়ার আগে এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন—এই সফর বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ককে নতুন গতি দেবে এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াবে।

সফরকালে তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। সেখানে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক ও জনগণের সম্পর্ক, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়, বিশেষ করে সার্কের পুনরুজ্জীবন নিয়েও মতবিনিময় হয়েছে। ইসহাক দার আশা প্রকাশ করেছেন—এই সফর ভবিষ্যতে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে। রোববার দিবাগত রাতে তিনি ঢাকা ত্যাগ করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top