আওয়ামী লীগের মিছিল, কারাগারে বাকপ্রতিবন্ধী তরুণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩১

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তান গোলাপ শাহ মাজার এলাকায় হঠাৎ জয় বাংলা স্লোগান দেওয়া নিয়ে সাইদ শেখ নামে এক তরুণকে পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়।

তবে সাইদকে ঘিরে বিতর্ক ছড়িয়ে পড়েছে। তার পরিবার ও আইনজীবী দাবি করছেন, সাইদ বাকপ্রতিবন্ধী। মিছিলের সময়ে সে কীভাবে স্লোগান দিতে পারে, তা প্রশ্নবিদ্ধ। আদালত নির্ধারণ করেছেন, একজন বিশেষজ্ঞ চিকিৎসক ১ সেপ্টেম্বর পর্যন্ত সাইদের প্রতিবন্ধী কি না তা পরীক্ষা করে প্রতিবেদন জমা দেবেন।

সাইদের মা সুমি জানাচ্ছেন, তার ছেলে নিজে কোনো কাজ করতে পারে না, দৌড়াতেও পড়ে যায়। পরিবার উদ্বিগ্ন, কারাগারে তার নিরাপত্তা ও খাদ্যের ব্যবস্থা নিয়েও। মামা সুমন বলেন, ‘প্রতিবন্ধী ছেলে জেলখানায় আছে, আমরা তার মুক্তি চাই। এই ঘটনার মাধ্যমে প্রশ্ন উঠেছে—প্রতিবন্ধী ব্যক্তিকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা কি ন্যায়সংগত?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top