ফজলুর রহমানকে প্রশংসা করলেন মেজর আখতার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৬

বিএনপি চেয়ারপারসনের পদ স্থগিত হওয়া ফজলুর রহমানের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান।
তিনি বলেন—ফজলুর রহমান ঝুঁকি নিয়েছেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলেছেন। এজন্য তাকে সাধুবাদ জানাই।
আখতার আরও বলেন—ফজলুর রহমান যদি আঞ্চলিক রাজনীতি ছেড়ে জাতীয় রাজনীতিতে আসেন এবং মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করার ডাক দেন, তাহলে এটা তার মোক্ষম সময়। তার এই সাহসিকতায় গোপনে আওয়ামী লীগের বিশাল সমর্থন পাওয়া সম্ভব।
তিনি পরামর্শ দেন—এলাকার বাইরে আসা ও ঝুঁকি নেওয়াই রাজনীতিতে সাফল্যের পথ। ফজলুর রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন, তা সময়োপযোগী এবং তিনি ইতিমধ্যেই জয়ী হয়েছেন।
আখতার যোগ করেন—আমি ব্যক্তিগতভাবে তাকে অভিনন্দন জানাই। এ ঝুঁকি নেওয়া সহজ নয়, কিন্তু সে তা করেছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।