ডাকসু নির্বাচন স্থগিতাদেশে আজ ফুলকোর্টে শুনানি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন নিয়ে আদালতে নতুন মোড়। হাইকোর্টের দেওয়া নির্বাচন স্থগিতাদেশের ওপর স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এ বিষয়ে বুধবার, ৩ সেপ্টেম্বর, ফুলকোর্টে শুনানি শেষে আদেশ দেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন।
এর আগে, সোমবার ১ সেপ্টেম্বর, হাইকোর্ট ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করেছিলেন। তবে একই দিন চেম্বার আদালত সেই আদেশে স্থগিতাদেশ দেন।
২৮ আগস্ট ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন বামজোটের প্রার্থী বি এম ফাহমিদা আলম।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। এবার মোট ১০টির মতো প্যানেল অংশ নিচ্ছে নির্বাচনে—যার মধ্যে আছে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বামপন্থি সংগঠনগুলো।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।