বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

পিটার হাস কক্সবাজারে, দুই সঙ্গীর পরিচয় অজানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৩

ছবি: সংগৃহীত

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস অবশেষে কক্সবাজারে এসেছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে নামেন তিনি। সঙ্গে ছিলেন আরও দুজন—কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া। তবে তাদের কোনো প্রাতিষ্ঠানিক পরিচয় মেলেনি।

বিমানবন্দর থেকে সরাসরি তারা যান নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাটে। সেখান থেকে স্পিডবোটে পৌঁছান মহেশখালীতে।

সেখানে পিটার হাস ঘুরে দেখেন হোপ ফাউন্ডেশন ও যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিলারেট এনার্জির যৌথ উদ্যোগে নির্মিত এক্সিলারেট হোপ হাসপাতাল। ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানানো হয়, তিনি হাসপাতাল ঘুরে দেখেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।

বর্তমানে পিটার হাস এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর। ধারণা করা হচ্ছে, মহেশখালীর এলএনজি টার্মিনাল ও সংশ্লিষ্ট প্রকল্প ঘিরেই তার এই সফর।

স্থানীয়রা মনে করছেন—এ সফর শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং এর পেছনে থাকতে পারে কূটনৈতিক ও রাজনৈতিক বার্তা। সফরকে ঘিরে কক্সবাজারে ছিল কড়া নিরাপত্তা। প্রশ্ন রইল—পিটার হাসের সঙ্গে থাকা দুই সঙ্গী আসলে কারা?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top