৩০ অক্টোবরের মধ্যে ভোট কর্মকর্তার প্যানেল তৈরি, ইসির নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৮

বাংলাদেশ নির্বাচন কমিশন আগামী ৩০ অক্টোবরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের নির্দেশ দিয়েছে মাঠ কর্মকর্তাদের।
মঙ্গলবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়—প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের জন্য প্রয়োজনীয় প্যানেল তৈরি করতে হবে। এজন্য সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কর্মকর্তা-কর্মচারীর তালিকা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
চতুর্থ শ্রেণির কর্মচারীকে এই প্যানেলে রাখা যাবে না, তবে প্রিজাইডিং অফিসারদের সহায়ক হিসেবে আলাদা তালিকা তৈরি করা যেতে পারে।
কর্মকর্তাদের সততা, দক্ষতা, নিরপেক্ষতা ও কর্মদক্ষতাকে অগ্রাধিকার দিতে হবে। বিতর্কিত ব্যক্তি বা কোনো রাজনৈতিক দলের সদস্যকে অন্তর্ভুক্ত করা যাবে না। পাশাপাশি বয়স, শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কেও তথ্য সংগ্রহ করতে হবে।
নারী ভোটকেন্দ্রের জন্য পর্যাপ্তসংখ্যক নারী কর্মকর্তা রাখতে হবে। নির্ধারিত সংখ্যার সঙ্গে অতিরিক্ত ১০ শতাংশ কর্মকর্তার নামও রাখতে হবে।
প্যানেলে প্রথম শ্রেণির কর্মকর্তা, ক্ষেত্রবিশেষে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা, সরকারি অনুদানপ্রাপ্ত কলেজ-মাদরাসার শিক্ষক, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক-বীমার কর্মকর্তা এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী প্রধান শিক্ষককে অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ, জাতীয় নির্বাচনের প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে নিলো ইসি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।