বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, জানালো ইসি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৪

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন পরিষ্কার করল—যে কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। প্রতীকও স্থগিত থাকবে। তবে প্রতীক ছাড়া স্বতন্ত্রভাবে দাঁড়ানো সম্ভব কি না, সেটা সময় দেখাবে।

ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির নিবন্ধিত কোনো দল যার কার্যক্রম স্থগিত, তারা দলীয় প্রতীক নিয়ে ভোটে অংশ নিতে পারবে না।

গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের পাশাপাশি নির্বাচন কর্মকর্তা, সশস্ত্র বাহিনী, আদালতের ফেরারি প্রার্থী, লাভজনক পদে থাকা বা সরকারি প্রতিষ্ঠানে কাজ করা প্রার্থীদের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

হলফনামায় তথ্য গোপন বা মিথ্যা হলে সংসদ সদস্য পদ হারানোর শাস্তি, প্রার্থীর জামানত ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা বৃদ্ধি, একক প্রার্থী হলে ব্যালটে ‘না’ ভোট, জোটবদ্ধ হলেও পৃথক প্রতীকে নির্বাচন—এসব বিষয়ও জানানো হয়েছে।

ইভিএম বাতিল, মিডিয়া পর্যবেক্ষণ, নির্বাচনী পোস্টার নিষিদ্ধ ও সোশ্যাল মিডিয়ায় আচরণবিধি ভঙ্গ রোধ—নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top