ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের পাসপোর্ট ছাড়া থাকার অনুমতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৩

ছবি: সংগৃহীত

ভারতে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। অবৈধভাবে বসবাসকারীদের ধরতে প্রতিটি রাজ্যে তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প। তবে সবার জন্য এই নিয়ম এক নয়।

বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে যারা ভারতে এসেছেন—তাদের পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়াই সেখানে থাকতে দেওয়া হবে। এ সুবিধা পাবেন হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান আর পার্সি সম্প্রদায়ের মানুষরা।

আগে শর্ত ছিল ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে ঢুকেছেন, তারাই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এখন নতুন নিয়মে বলা হয়েছে—২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আসলেও তারা ভারতে থাকতে পারবেন, যদিও এটা নাগরিকত্বের নিশ্চয়তা দিচ্ছে না। চাইলে নাগরিকত্ব আইনের ধারা ৬বি অনুযায়ী আবেদন করতে হবে।

এ ছাড়াও নেপাল আর ভুটানের নাগরিকরা কোনো ভিসা বা পাসপোর্ট ছাড়াই ভারতে যাতায়াত করতে পারবেন। তবে চীন, পাকিস্তান, হংকং বা ম্যাকাও থেকে এলে নথি দেখাতে হবে। কেন্দ্রীয় সরকারের এই নতুন নির্দেশে অনেক সংখ্যালঘু পরিবার স্বস্তি পেলেও, সমালোচনাও উঠছে নানা মহলে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top