ঢাকায় পররাষ্ট্র সচিবের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে পিটার হাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫০

ছবি: সংগৃহীত

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠক চলে প্রায় এক ঘণ্টা।

পিটার হাস গত ৩০ আগস্ট এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসেন। সফরের অংশ হিসেবে কক্সবাজারেও গিয়েছিলেন তিনি। সেখানে এনসিপি নেতাদের সঙ্গে তার বৈঠক নিয়ে ফের নানা জল্পনা তৈরি হয়েছে।

বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব শেষে তিনি যোগ দেন বহুজাতিক প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জিতে। এই কোম্পানি মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করছে। ব্যবসায়িক কারণেই তার বাংলাদেশ সফর অব্যাহত রয়েছে।

এর আগেও তিনি ঢাকায় এসে ইউএস–বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠকে অংশ নেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন। তবে এবার পররাষ্ট্র সচিবের সঙ্গে তার ঘণ্টাব্যাপী বৈঠককে ঘিরে কূটনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top