আপিল বিভাগের রায়ে নির্দোষ প্রমাণিত তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০০

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দোষ প্রমাণিত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
আজ বৃহস্পতিবার সকালে তিনি বলেন— শেখ হাসিনা ব্যক্তিগত জিঘাংসা থেকে তারেক রহমানকে মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন। কিন্তু সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণিত হয়েছে, তারেক রহমান নির্দোষ।
কায়সার কামাল আরও বলেন— যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন, তাহলে আইভি রহমান হত্যার বিচার চাইতেন। কিন্তু তিনি তা করেননি, বরং রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসাতে চেয়েছিলেন।
এদিন সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের রায় বহাল রাখেন। ফলে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ সব আসামি খালাস পেলেন। এই রায়ের মাধ্যমে দেশে নতুন করে রাজনৈতিক আলোচনার ঝড় উঠেছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।