রাসূল সা.-এর জন্মের সময়ের ঘটনা: আলোয় ভরে উঠেছিল বিশ্ব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭

ছবি: সংগৃহীত

বিশ্ব যখন অন্যায়, বৈষম্য আর অশান্তিতে আচ্ছন্ন—তখন আল্লাহ পাঠালেন মানবতার ত্রাণকর্তা, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে।

হাদিসে এসেছে, তাঁর জন্মের সময় আমিনা রা. দেখলেন চারপাশ আলোয় ভরে গেছে, আসমানের তারকারাজি নেমে এসেছে এত কাছে যে মনে হলো, যেন ছুঁয়ে যাবে। এমনকি সেই আলো পৌঁছে গিয়েছিল সিরিয়ার প্রাসাদ পর্যন্ত।

এক ইহুদি বণিকও বলেছিল—এই রাতে শেষ নবী জন্ম নিয়েছেন। তাঁর কাঁধে থাকবে বিশেষ নিদর্শন—মোহরে নবুয়ত। শিশুটিকে দেখে সে বিস্ময়ে বেহুশ হয়ে পড়ে।

এভাবেই বিশ্ববাসীর জন্য রহমতের আলো ছড়িয়ে পড়েছিল সেই মাহেন্দ্রক্ষণে। জন্ম নিয়েছিলেন বিশ্বনবী—হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top