বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

হত্যা বেশি মনে হলেও অপরাধ কমে নিরাপত্তা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে—অন্তর্বর্তী সরকারের সময়ে হত্যার সংখ্যা বেড়েছে বলে মনে হলেও, এর আসল কারণ নতুন করে অপরাধ বৃদ্ধি নয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়—গত ১৩ মাসে অন্তত ১ হাজার ১৩০টি হত্যার মামলা নথিভুক্ত হয়েছে। এর বড় অংশ শেখ হাসিনার দীর্ঘ ১৬ বছরের শাসনামলে সংঘটিত হলেও রাজনৈতিক প্রভাব ও পুলিশের অনীহার কারণে মামলা দায়ের করা সম্ভব হয়নি। আগস্ট ২০২৪-এর রাজনৈতিক পরিবর্তনের পর সেসব মামলার রেকর্ড উন্মুক্ত হয়েছে।

অন্যদিকে দাঙ্গা, চুরি ও ডাকাতির মতো অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে। ডাকাতি: ২০২৪ সালে ১,৪০৫ → ২০২৫ সালে ১,৩১৪। দ্রুত বিচার আইনে মামলা: ১,২২৬ → ৬৫১। দাঙ্গা: ১২৫ → ৫৯। চুরি: ৮,৬৫২ → ৬,৩৫৪।

অপরাধের এই চিত্র একদিকে পুরোনো দমন করা মামলার উন্মোচনকে নির্দেশ করছে, অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নাগরিকদের ভয়ভীতিমুক্তভাবে মামলা করার পরিবেশকেও তুলে ধরছে। ফলে হত্যার সংখ্যা বেশি মনে হলেও, সার্বিকভাবে সমাজে নিরাপত্তাবোধ ও জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top