জাতীয় নির্বাচনে ৪২ হাজার ৬১৮ ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান—মোট ৪২ হাজার ৬১৮টি ভোটকেন্দ্র প্রস্তাব করা হয়েছে। বর্তমান ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখের বেশি। গড়ে প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরা হয়েছে।
পুরুষ ভোটারদের জন্য ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি ভোটকক্ষ, আর নারী ভোটারদের জন্য ১ লাখ ২৯ হাজার ১০৭টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে মোট ভোটকক্ষ দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি।
এর আগে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি। এবার কেন্দ্র বেড়ে হয়েছে আরও ৪৬৮টি। ইসি জানিয়েছে, এ তালিকা নিয়ে দাবি-আপত্তি জানানো যাবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। সব আপত্তি নিষ্পত্তি হবে ১২ অক্টোবর, আর চূড়ান্ত কেন্দ্র প্রকাশ করা হবে ২০ অক্টোবর।
আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার লক্ষ্য নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন, আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির প্রথমভাগে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।