বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হওয়া উচিত। অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন ও পারিবারিক আত্মীয়তার ভিত্তিতেই দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. এ. এফ. এম. খালিদ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ মন্তব্য করেন শেহবাজ শরীফ।
বাংলাদেশি প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ, শিক্ষাগত বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক ইতিবাচক ধারায় এগোচ্ছে। তাই এই সম্পর্ক আরও জোরদার করা দরকার।
সাক্ষাৎকালে শেহবাজ শরীফ নিউইয়র্ক ও কায়রোতে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দূরদর্শী নেতৃত্ব ও দারিদ্র্য বিমোচনে তাঁর অবদানকে প্রশংসা করেন।
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. এ. এফ. এম. খালিদ হোসেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ঐতিহাসিক যোগসূত্র ও অভিন্ন বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
এ সময় তিনি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে একটি চিঠি হস্তান্তর করেন, যেখানে পাকিস্তানে সাম্প্রতিক বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ ও ত্রাণ সহায়তার প্রতিশ্রুতি জানানো হয়।
এছাড়া, দুই পক্ষ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল দ্রুত পুনরায় চালু করার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।