হাসিনার আমলে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১

ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস দাবি করেছে—২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে।
শুক্রবার প্রকাশিত এফটির অনুসন্ধানী ডকুমেন্টারিতে জানানো হয়, প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে।
অর্থ পাচারের মূল কৌশল হিসেবে বলা হয়েছে—ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিং, হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো এবং বিদেশে সম্পত্তি বিনিয়োগ, বিশেষ করে যুক্তরাজ্যে।
ডকুমেন্টারিতে শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকসহ একাধিক প্রভাবশালীর নাম উঠে এসেছে। এছাড়া সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে লন্ডনে ৩০০টিরও বেশি সম্পত্তির তথ্য দেওয়া হয়েছে।
বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বলছে, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তদন্ত চলছে। তবে অর্থ ফেরত আনা কঠিন হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।