রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

রাজধানীতে ভোরের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, অফিসমুখী মানুষের দুর্ভোগ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২

ছবি: সংগৃহীত

সপ্তাহের প্রথম কার্যদিবসে ভোর থেকে রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। যদিও সড়কে পানি জমেনি, তবে বৃষ্টির কারণে যানবাহনের গতি কমে গেছে। এতে অফিসমুখী মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে রাজধানীর উত্তরা, খিলক্ষেত, বনানী, মালিবাগ ও বিজয় সরণি রোডসহ বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, দীর্ঘ যানজটের কারণে গাড়ির গতি প্রায় স্থবির হয়ে গেছে। গাড়ির হর্ন বাজলেও এগোতে পারছে না। সড়কের দুই পাশে দাঁড়িয়ে বাসের অপেক্ষায় আছেন যাত্রীরা। কেউ ছাতা মাথায়, কেউ ভিজে ছুটছেন বাস ধরতে। এ সুযোগে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়াও বেড়ে গেছে।

বিশেষ করে বনানী মোড় থেকে মহাখালী পর্যন্ত যানজটের মাত্রা বেশি। হালকা বৃষ্টিতে গাড়িচালকরা সতর্কভাবে ধীরে গাড়ি চালাচ্ছেন, ফলে ছোট ছোট মোড়গুলোতে চাপ আরও বেড়ে গেছে।

অফিসগামী যাত্রী রবিউল ইসলাম বলেন, “প্রতিদিন অফিসে যেতে এক ঘণ্টা লাগে। আজ এক ঘণ্টার বেশি সময় ধরে বাসে বসে আছি, এখনও বনানী পার হতে পারিনি।”

একই চিত্র দেখা গেছে জাহাঙ্গীর গেট, বিজয় সরণি ও ফার্মগেট এলাকাতেও। রাস্তায় পানি না জমলেও বৃষ্টির কারণে অনেকে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেছেন, ফলে সড়কে গাড়ির সংখ্যা বেড়ে যানজট আরও প্রকট হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারাদিন রাজধানী ঢাকায় কমবেশি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের প্রথমার্ধে আকাশ থাকবে মেঘলা। ফলে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top