শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় হাসপাতাল ছাড়লেন ভিপি নুর
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৩

রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। দীর্ঘ ১৮ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে হাসপাতাল ছাড়েন তিনি।বিষয়টি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান নিশ্চিত করেছেন।তিনি জানান, নুরের শারীরিক অবস্থা উন্নতি হয়েছে। ফলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে তাকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হয়েছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।