ভোটকেন্দ্রে নিরাপত্তা বাড়াতে ৪০ হাজার বডিক্যাম
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৮

ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে এক বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। আসছে জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশের জন্য ৪০ হাজার বডি ওর্ন ক্যামেরা বা বডিক্যাম কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউএনডিপির মাধ্যমে এসব ক্যামেরা কেনা হবে এবং এর জন্য কয়েকশো কোটি টাকা ব্যয় হতে পারে।
এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে গত ৯ আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভার পর। ওই সভায় প্রধান উপদেষ্টা দ্রুত বডিক্যামগুলো কেনা এবং পুলিশ সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, এই বডিক্যামগুলো হাজার হাজার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাড়াতে সাহায্য করবে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এই পদক্ষেপ এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে এক বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। আসছে জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশের জন্য ৪০ হাজার বডি ওর্ন ক্যামেরা বা বডিক্যাম কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউএনডিপির মাধ্যমে এসব ক্যামেরা কেনা হবে এবং এর জন্য কয়েকশো কোটি টাকা ব্যয় হতে পারে।
এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে গত ৯ আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভার পর। ওই সভায় প্রধান উপদেষ্টা দ্রুত বডিক্যামগুলো কেনা এবং পুলিশ সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, এই বডিক্যামগুলো হাজার হাজার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাড়াতে সাহায্য করবে।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এই পদক্ষেপ এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।