ভদ্রতা হারানো মানে পরাজয়: তাসনিম জারার বার্তা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫

সংগৃহীত

সম্প্রতি নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। তাকে লক্ষ্য করে ডিম ছোঁড়া ও গালিগালাজ করা হয়। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

এনসিপি নেত্রী বলেছেন, ওনারা ভেবেছিল ডিম ছুঁড়ে আর গালি দিয়ে আমাদের ছোট করবে। কিন্তু গালি কখনো সত্যকে ঢাকতে পারে না। ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেওয়া। এই মন্তব্যের মাধ্যমে তিনি একটি গভীর রাজনৈতিক বার্তা দিয়েছেন। তিনি বলেন, ওনারা অপমানের রাজনীতি করুক, আমরা মর্যাদার রাজনীতি গড়ব।

প্রথমত, একজন সাধারণ নাগরিক ঘুস না দিয়েও সরকারি অফিসে সম্মান পাবেন। দ্বিতীয়ত, একজন রোগী হাসপাতালে ভিআইপি না হয়েও যথাযথ সেবা পাবেন। তৃতীয়ত, রাজনীতিবিদরা প্রভু না হয়ে মানুষের সেবক হয়ে পাশে দাঁড়াবেন। চতুর্থত, কোনো নারী রাস্তায়, বাসে বা অনলাইনে হেনস্তার শিকার হবেন না।

পঞ্চমত, একজন ছাত্র মিছিলে গেলে গুলি খাবেন না। সবশেষে, একজন সাধারণ নাগরিক মন্ত্রী-এমপিদের সমালোচনা করতে পারবেন কোনো ভয় ছাড়া। এই মর্যাদার রাজনীতি মানে হলো: বাংলাদেশে আর কাউকে ভয় দেখিয়ে, ঘুস খাইয়ে, অপমান করে চুপ করানো যাবে না।



বিষয়: gentleness defeat


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top