যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পকে বাংলাদেশে আসার আমন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ আমন্ত্রণ জানান। এ সময় ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি স্পেনের রাজা ফেলিপ ষষ্ঠ, জাপানের প্রধানমন্ত্রী সিগেরু ইশিবা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে কুশল বিনিময় করেন।

এছাড়া তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গেও বৈঠক করেন।

প্রধান উপদেষ্টা ইউনূসের এই সফর জাতিসংঘ সাধারণ পরিষদের পাশাপাশি বৈশ্বিক নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top