শিগগিরই জুলাই সনদে সই করবে রাজনৈতিক দলগুলো
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৫

বাংলাদেশে আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধ করাই মূল লক্ষ্য—বললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘ সদর দপ্তরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে তিনি বলেন—ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে।
১১টি কমিশনের প্রস্তাবিত সংস্কার অর্থবহ রাজনৈতিক পরিবর্তনের পথ খুলবে। রাজনৈতিক দলগুলো শিগগির সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কার নিয়ে জুলাই সনদ সই করবে।
ড. ইউনূস পাকিস্তানের ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় সমবেদনা জানান। আলোচনায় উঠে আসে—দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা জোরদার, সার্কের বিকল্প পথ।
বৈঠকে শেহবাজ শরিফ ড. ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। বাংলাদেশের রাজনীতিতে জুলাই সনদ হতে যাচ্ছে বড় মাইলফলক।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।