ডিএমপির সাত কর্মকর্তার বদলি
স্টাফ রিপোর্টার ॥ | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৫

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তারা উপকমিশনার, অতিরিক্ত উপকমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার। গতকাল বুধবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত তিনটি পৃথক আদেশে এ বদলি করা হয়।
যেসব কর্মকর্তাকে বদলি করা হয়েছে:
-
সিটি-ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের উপকমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম → পি অ্যান্ড আর বিভাগে
-
প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন-১) মাঈন উদ্দিন চৌধুরী → কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের কাউন্টার টেরোরিজম-১-এ
-
অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক-অ্যাডমিন) মো. মেহেদী হাছান → সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে
-
অতিরিক্ত উপকমিশনার মো. ওয়ালিউল ইসলাম → ট্রেনিং বিভাগে
-
ট্রাফিক-মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আসলাম সাগর → মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল মিরপুর)
-
সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল মিরপুর) কাজী মিজানুর রহমান → সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মোহাম্মদপুর জোন)
-
ট্রাফিক-এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনার শারমিন আকতার চুমকি → অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দপ্তরের ট্রাফিক-অ্যাডমিনের অতিরিক্ত উপকমিশনার
ডিএমপি সূত্র জানিয়েছে, নিয়মিত রদবদলের অংশ হিসেবেই এ বদলি করা হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।